ব্রাহ্মণবাড়িয়া- গাইবান্ধায় আ.লীগের প্রার্থী চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ।গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পেয়েছেন আফরুজা বারী।
নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুসারে, আগামী ১৩ মার্চ এই দুই আসনে ভোট গ্রহণ হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে এই দুজনকে দলের মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক ও সাংসদ গোলাম মোস্তফা আহমেদ মারা যাওয়ার কারণে এই দুটি আসন শূন্য হয়।