আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সকল অপশক্তিকে রুখে দিয়ে আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে:হাছিনা গাজী

আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায়

আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায়

সংবাদচর্চা ডেস্ক:

দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার  অপশক্তিকে রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য অাহবান জানিয়েছেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

সোমবার সন্ধ্যায়  রূপগঞ্জ উপজেলার তারাব বাজার এলাকায় আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে নারী নেত্রী হাছিনা বলেন,স্বাধীনতা বিরোধী শক্তি আগামী নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে, তাদের বাংলার দমন করতে হবে।

হাছিনা গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন,আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি শোষণ কারি চক্র মিথ্যাচার করছে।ঐ চাপ সৃষ্টিকারি শক্তিকে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে রূপগঞ্জের মাটি থেকে নাকে চুনকালি  দিয়ে বিতাড়িত করতে হবে।

সভায় আওয়ামীলীগ নেতারা বলেন, বর্তমান সরকা‌রের অাম‌লে রূপগঞ্জ উপ‌জেলায় সর্ব‌ক্ষে‌ত্রে যে প‌রিমান উন্নয়নমূলক কাজ হ‌য়ে‌ছে, অতী‌তে কোন সরকা‌রের অাম‌লে এ‌তো উন্নয়ন হয়নি।

সভায় বক্তারা, রূপগ‌ঞ্জের উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে অাগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে অাবারো  গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক‌কে নৌর্কা প্রতী‌কে ভোট দি‌য়ে  নির্বা‌চিত করার অাহবান জানান।

নারায়ণগঞ্জ-১ অাস‌নের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উ‌দ্যো‌গে এ আলোচনা সভায় তারাব পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, তারাব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব,  নজরুল ইসলাম চৌধুরী, আমজাদ হোসেন ভূইয়া, নুরুল ইসলাম নুরু, হারুনুর রশিদ মোল্লা ও আব্দুল মান্নান ভুঁইয়া,  পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন,  সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,  পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিএম আতিকুর রহমান, সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবেল, কাউন্সিলর আমির হোসেন, রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ, আশরাফুল ইসলাম, লায়লা পারভীন, আসমা আক্তার, জোসনা বেগম ও রাসেল সিকদার প্রমুখ।