আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আয়কর মেলা: কোটি টাকা ছাড়িয়েছে রাজস্ব সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: ৪দিন ব্যাপী নারায়ণগঞ্জে আয়কর মেলার দ্বিতীয় দিনে সংগ্রহ এক কোটি টাকা ছাড়িয়েছে। দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে বিপুল জমায়েত এবং উপচেপড়া ভিড় দেখা গেছে। উপ কর কমিশনার পল্লব কুমার দেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- আয়কর মেলার দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে ছিল কর শিক্ষণ ফোরাম, কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক বিশেষ কুইজের আয়োজন করা। নারায়ণগঞ্জস্থ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট এই কুইজ প্রতিযোগিতা। পরে কুইজে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের মেলার সমাপনী দিন ৪ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাবস্থ মেলা প্রাঙ্গনে এই পুরস্কার তুলে দেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-রিটার্ন গ্রহণের জন্য নির্ধারিত বিভিন্ন বুথ থেকে সংগৃহিত তথ্য মোতাবেক আয়কর মেলা ২০১৭ এর দ্বিতীয় দিন শেষে মোট ৮৫৩ টি রিটার্নের বিপরীতে রাজস্ব সংগ্রহ করা হয়েছে ৪৪,৭৭,৬৫৩ টাকা। মোট ১,৯৩৭ জনকে ২৫টি ডেক্স থেকে সেবা প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৬৪ জন টিআইএন গ্রহণ করেছেন এবং ১১ জন করদাতা ইউজার আইডি (টংবৎ ওফ) এবং পাসওয়ার্ড (চধংংড়িৎফ) গ্রহণ করেছেন। উল্লেখ্য যে, কর অঞ্চল-নারায়ণগঞ্জে উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাবে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ ছিলা মেলার দ্বিতীয় দিন।