আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইাহাজারে মাকে হত্যার পর নিখোঁজ রয়েছে দুই সন্তান

আড়াইাহাজারে মাকে

আড়াইাহাজারে মাকে

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা লিপি আক্তারকে (৩৭) হত্যার পর একই রাতে দুই শিশু নিখোঁজ হয়েছেন। শিশু রাকিব (১২) ও শাকিব (৯) কোথায় আছে। কীভাবে আছে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তাদের ভাগ্যেই বা কি ঘটেছে তা কেউ বলতে পারছে না।

অনেকেই শঙ্কা প্রকাশ করে বলেছেন ওই রাতে কি ঘটেছিল তার একমাত্র স্বাক্ষী এই দুই শিশু। তাদের হত্যা করা হতে পারে। তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারলেই ওই রাতে কি ঘটেছিল তার প্রকৃত ঘটনা বের হয়ে আসতে পারে। তবে ঘটনার পর তিনদিন অতিবাহিত হলে পুলিশ অবুঝ দুই শিশুকে উদ্ধারে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে না।

নিহতের ভাই শাহলম মিয়া অভিযোগ করেন, লাশের ময়নাতদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে। এতে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটনে বাঁধা গ্রস্ত হবে। রফিকুল বিভিন্ন তালবাহানা করে টাকা চাইতেন। বোনের সুখের কথা চিন্তা করে মাঝে মধ্যেই মোটা অংকের টাকা দিতে হয়েছে। নানা নির্যাতন মুখ বুঝে সহ্য করেও সংসার করতেছিল লিপি। তার পরও পাষন্ড স্বামী রফিকুল তাকে বাঁচতে দিল না। তিনি জানান, একটি মোবাইল থেকে আমরা ঘটনা জানা পর তার শোবার ঘরের মেঝেতে এককোনে পড়ে থাকা অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ লাশ উদ্ধার করে। হাত-পা বেঁেধ গলায় দড়ি বা তার জাতীয় কিছু দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার শরীরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ছিল।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল হক বলেন, ঘটনায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত. প্রায় ১৫ বছর আগে নরসিংদী জেলার মাধবদী থানাধীন শিমুলের এলাকার আবুল কাসেমের মেয়ের সঙ্গে আড়াইহাজারের চৈতনকান্দা পূর্বপাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে রফিকুলের বিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে সন্তানে জম্ম হয়। তবে গোপনে রফিকুল নারায়ণঞ্জের সোনারগাও এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছিল।