আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার থানার ভিতরে পুলিশকে ছাত্রলীগ নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক

আড়াইহাজার থানার ভিতরে ডুকে গত শুক্রবার রাতে ছাত্রলীগের নেতা কর্মীরা কর্মরত পুলিশ সদস্যদের হুমকি প্রদান করেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা আলামিন সহ কয়েকজন নেতা থানায় এসে দায়িত্বরত পুলিশ সদস্য এএসআই শরিফুলকে থানার বাহিরে এলে কুপিয়ে করে হত্যা করার হুমকি প্রদান করে।

আড়াইহাজার থানার পুলিশ পরির্দশক তদন্ত মো.শফিকুল ইসলাম দৈনিক সংবাদচর্চাকে জানায়, কোন একটি বিষয়ে মামলা হয়েছে কিনা এ নিয়ে গত শুক্রবার রাতে থানায় এসে সফর আলী কলেজের সাবেক এজিএস ছাত্রলীগ নেতা আলামিন ও সাথে ছাত্রলীগের বেশ কিছু নেতারা থানায় গন্ডগল করে।https://www.youtube.com/watch?v=17SjyXzsS3A

অপরদিকে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দৈনিক সংবাদচর্চাকে বলেন, গত শুক্রবার ঢাকায় ডিআইজি মহোদয়ের সাথে কাজ থাকায় ঢাকায় ছিলাম কিন্তু পুলিশ পরির্দশক তদন্তকে দায়িত্ব দেয়া ছিল। থানায় এসে জানি স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মামলার বিষয়ে পুলিশ সদস্যদের হুমকি প্রদান করে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা জানান, ঘটনাটি শুনেছি তবে থানায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের হুমকি দিয়েছে যারা তারা যত ক্ষমতাধর ব্যক্তি হক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তবে উপজেলা চেয়াম্যান প্রার্থী ইকবাল দৈনিক সংবাদচর্চাকে বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য ছাত্রলীগ,যুবলীগ নেতারা বিভিন্ন এলাকায় আমার নেতাকর্মীদের হুমকি প্রদান করছে। তারা এমপির সহযোগিতায় এ গুলো করছে। তারা প্রশাসনের লোক কেউ হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে আওয়ামীলীগের প্রার্থী হেলু সরকারের মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

উল্লেখ্য ছাত্রলীগের সাথে বাকবিতন্ডার কারণে এএসআই শরিফুলকে ক্লোজড করা হয়েছে।