আড়াইহাজারে গণরোষের কারণে অনুষ্ঠানে যেতে পারি চেয়ারম্যান স্বপন
আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার ডিবি পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন পূর্বনির্ধরিত অনুষ্ঠানে যোগ দেননি। এনিয়ে চলছে কালাপাহাড়িয়া ইউনিয়নে বেশ জল্পনা কল্পনা। নিহতের স্বজনদের দাবী গণরোষের ভয়ে তিনি অনুষ্ঠানে আসেননি। জরুরী কাজ থাকায় অনুষ্ঠানে যাননি দাবী স্বপনের অনুসারীদের।
স্থানীয়রা জানান, কাউন্টার টেরিজম ইউনিটের পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন হত্যার ঘটনায় পাঁচ মাস পলাতক থাকার পর ২৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন হত্যা মামলার প্রধান আসামী কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। জামিন পাওয়ার পর শনিবার খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আমন্ত্রন পাশাপাশি ইউপি চেয়ারম্যান স্বপনের অনুসারীদের অবস্থান জানান দেয়ার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। এখবর নিহত পুলিশ কনস্টেবল রুবেলের পরিবার ও স্¦জনদের মাঝে পৌঁছালে ওই এলাকায় দুই পক্ষের অনুসারীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনাকর ও থমথম পরিস্থিতি বিরাজ করে। নিহত রুবেলের পিতা কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রূপ মিয়া জানান, গত কয়েকদিন ধরেই স্বপন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা বলে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। কিন্ত তার আতঙ্ক কাজ হয়নি। বরং গণরোষের ভয়ে তিনি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেননি। এ ব্যপারে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে স্বপনের স্ত্রীর বরাত দিয়ে এ ব্যপারে অনুষ্ঠানে যোগ দেওয়া কালাপাহাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, জরুরী কাজ ছিল বলে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।