রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-
আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের কাহিন্দী গ্রামে রমজান (৮) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে এলাকাবাসির মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোরে। সে ওই গ্রামের স্বপনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির মাতা স্থানীয় তিলচন্দী বাজারে পিঠা বিক্রি করেন। সোমবার ভোরে তিনি দোকানে এসে পিঠা তৈরীর জন্য চালের গুড়া আনার জন্য শিশুটিকে বাড়ীতে যেতে বলেন। শিশুটি তা না করায় তার মা তাকে বকা ঝকা করেন। ফলে মায়ের উপর অভিমান করে শিশুটি নিজেদের বসত ঘরের দরজা বন্ধ করে আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করে। শিশুটির দাপাদাপিতে পাশের ঘরের লোকজন দরজা ভেঙ্গে তাকে নিচে নামায় এবং সুস্থ্য করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে হাইজাদী ইউপির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভূঁইয়া জানান, বিষয়টি থানায় অবগত করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করেন।