আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হামলায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের সখেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মুহিবুর বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। আহতরা হলো, জহিরুল (৩০), তার বাবা হালিম (৬০), মা রুবি বেগম( ৪৫), স্ত্রী মুন্নী আক্তার( ২০) ও পারুল( ৪০)।
আহত জহিরুল জানান, তার ছোট শিশু রাহাকে প্রতিপক্ষ আলাউদ্দিনের ছেলে মারধর করে। আমি এই ঘটনার প্রতিবাদ করতে গেলে আলউদ্দিন, শান্ত ও আকবর আমার উপর হামলা করে। এই সময় আমার বাবা-মা স্ত্রী এগিয়ে এলে তাদের উপরও হামলা করে পিটিয়ে আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।