আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে শিল্পী হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রুপগঞ্জের গোলাকান্দাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আড়াইহাজারের সুলপানদী গ্রামের হযরত আলীর ছেলে আউয়াল (৩৬) ও ধষেরচর মনোহরদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে হান্নান (৪৫)। শুক্রবার সকালে গ্রেফতারকৃদের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে। জানা গেছে নিহত শিল্পী আক্তারের স্বামী সমুন মিয়ার মৃত্যুর পর শিল্পীর শ্বশুর বাড়ি এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ বিচার সালিশ করে শিল্পীকে তার পিতার হাতে তুলে দেন। এর পর থেকে শ্বশুর বাড়ির সাথে তার যোগযোগ নেই। নিহতের এক ছেলেও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, পরকিয়া ঘটনায় দেখে ফেলায় নিহত শিল্পীর ছোট চাচা শ্বশুরের ছেলে ফাহিম নিখোঁজ হয়। নিখোঁজের ৩ মাস হলেও ফাহিমের সন্ধান মেলেনি। এই ব্যাপারে থানায় একটি ডিজি দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ১৩ জুলাই রাত ৯টার টার দিকে সিএনজি দিয়ে শিল্পীর শ্বশুর বাড়ির সামনে একটি লাশ ফেলে যায়। পরে এলাকাবাসী এসে দেখে এটা শিল্পীর লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

স্পন্সরেড আর্টিকেলঃ