আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি সেলিম (৩১) ও জাকির কে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রুপগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। সেলিম স্থানীয় জাঙ্গালিয়া এলাকার আব্দুল রশীদের ছেলে এবং জাকির বাড়ৈপাড়া এলাকার আহেদ আলীর ছেলে। এর আগে একই মামলায় এজাহারনামীয় অপর আসামি মানিককে গ্রেফতার করেছিল পুলিশ। তাকেও রুপগঞ্জ এলাকার থেকে গ্রেপ্তার করা হয়। সে রূপগঞ্জের বানিয়াদী এলাকার শহীদুল্যাহ ছেলে। একই মামলায় নিহতের প্রথম স্ত্রী শারমিনকেও গ্রেপ্তার করে পুলিশ। সে স্থানীয় উচিতপুরা ইউপির বাড়ৈইপাড়া এলাকার আহাদ আলীর মেয়ে। এর আগে এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, মামলার তদন্তে কাজে বেশ অগ্রগতি হয়েছে। এরই মধ্যে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ৩ মার্চ পুলিশ স্থানীয় জাঙ্গালিয়ার চেঙ্গাকান্দি এলাকার আদম আলীর ডোবার পানি থেকে মামুনের বস্তাবন্দি ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সে টাঙ্গাইল জেলার মধুপুরথানাধীন ধনবাড়ি এলাকার মৃত সামছুল হকের ছেলে।