সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজারে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ডালিম (৩২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাস স্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ডালিম নরসিংদী মাবধদী কান্দাইল গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই)গাজী শামীম জানান, বুধবার সন্ধ্যয় একটি কাভার্ডভ্যান (যার নং ঢাকা মেট্রো ঢ ১১-৬৩২৯) ঢাকার দিকে যাচ্ছিল। এই সময় পুরিন্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে (১১Ñ৪৯১৬)মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, গাড়ী দুই উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।