আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সফিকুল গংদের বসত বাড়ী বিল্লাল গংদের দখলে

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার উপজেলা খাগকান্দা গ্রামের সফিকুল গং দের ক্রয়কৃত বসত বাড়ী একই গ্রামের বিল্লাল গং জোর পূর্বক দখল করে পাকা নির্মান কাজ করছে।

জানা যায়, সফিকুল গং প্রায় ৬ বছর পূর্বে সাবকবলা দলিল মূলে ক্রয় করিয়া শান্তি পূর্ন ভাবে ভোগ দখলে নিয়ত থাকা অবস্থায় বিল্লাল গং জোর পূর্বব দখর করে। সফিকুল গং বিজ্ঞ আদালত জেলা জজ আদালতে দেওয়ানী মোকাদ্দমা দায়ের করে। যাহার মামলা নাং ১৫৩/২০১৯।

বাদী পক্ষ সফিকুল গং আড়াইহাজার থানায় বিবাদী বিল্লাল গংদের বিরুদ্ধে পাকা নির্মান কাজ বন্ধ রাখার জন্য একটি সাধারন ডায়েরী করে ডায়েরী নং ৫১২ তাং ১৩/০৩/২০১৯ইং। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে নির্মান কাজ বন্ধরাখা নিষেধ দেয়। বাধা নিষেধ অমান্য করে বিবাদী গং কাজ চালিয়ে যায়। মামলা চলন্ত অবস্থায় সফিকুল গং আড়াইহাজার থানা গত ১৭/০৩/২০১৯ইং তারিখে এস .আই রফিদ্দোল্লার উপস্থিতিতে খাগকান্দা ইউপি চেয়ারম্যান ও উভয় পক্ষের সালিশি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক হয়। উভয় পক্ষের আলোচনায় বাদী-বিবাদী উভয় পক্ষ যার যার অবস্থানে থাকবে মামলাকৃত জায়গাটি কাটা তারের ভেড়া দিয়ে আবদ্ধ থাকবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ বাড়ীতে কাজ করতে পারবে না এ সিদ্ধান্তে বৈঠকটি শেষ হয়। বিবাদীগন বৈঠক ও থানা পুলিশের নিষেধ অমান্য করে তাদের কাজ চালিয়ে যায়।

বাদীগং পরবর্তীতে উপায়ান্তর না দেখে বসত বাড়ী রক্ষার স্বার্থে গত ২৭/০৩/২০১৯ইং বিজ্ঞ যগ্ম জেলা জজ আদালত নারায়নগঞ্জ হইতে বিবাদী গংদের বিরুদ্ধে কোর্ট হইতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। বিবাদী গং কোর্ট নোটিশ পাওয়া পরও সকল আইন অমান্য করে বর্তমানে সফিকুল গংদের বসত বাড়ীতে জোর পূর্বক পাকা নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে সফিকুল গংদের বসত বাড়ী উদ্বার ও পাকা নির্মান কাজ বন্ধ করার জন্য
স্থানীয় প্রশাসন ও উর্ধতন প্রশাসনের নিকট জোর দাবী রয়েছে।