রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানে স্থানে গার্মেন্ট ফ্যাক্টরী গড়ে উঠার কারণে শিশু শ্রম আশংকাজনক ভাবে বাড়ছে। ১২-১৩ বছর বয়েসের ছেলে মেয়েরা যখন তাদের বই খাতা নিয়ে স্কুলে লেখাপড়া করতে যাওয়ার কথা সেখানে তারা শ্রম বিক্রি করে টাকা উপার্জন করছে। ফলে স্কুল থেকে প্রাথমিক পর্যায়েই ঝড়ে পড়ছে শিক্ষার্থীরা।
আড়াইহাজার উপজেলার ডহরগাও, তিন গাও, উজান গোপিন্দী, ফকিরবাড়ী এ সমস্ত জায়গায় গড়ে উঠেছে বেশ কয়েকটি গার্মেন্ট ফ্যাক্টরী। এ সমস্ত ফ্যাক্টরীতে নিয়োজিত শ্রমিকদের অধিকাংশেরই বয়স ১২-১৩ বছর বার তার ও নিচে। ফ্যাক্টরী কর্তৃপক্ষ তাদেরকে আনা নেয়া করার জন্য বাস সার্ভিস, লেগুনা, অটো রিক্সা এ সমস্ত যান বাহন দিয়েছে। একটি ছেলে কিংবা মেয়ে ১২-১৩ বছর বয়সে যদি মাসিক ৩-৪ হাজার টাকা বেতনে চাকুরী পায় তবে আর তারা লেখাপড়ার দিকে মন দেয় না। তারা স্কুলের লেখাপড়া ছেড়ে বেতনের লোভে বিভিন্ন ফ্যাক্টরীতে কাজে লেগে যাচ্ছে। মেশিন পত্রের কাজ।
অল্প বয়সের ছেলে মেয়েরা মেশিন নিয়নত্রণ করতে না পারায় অনেক সময় ঘটে যাচ্ছে নানা রকম দুর্ঘটনা। উপজেলার ঐ সমস্ত এলাকায় ফকির ফ্যাশন লিঃ, ভাই ভাই স্পীনিং মিলস লিঃ সহ অনেক মিল ফ্যাক্টরীতে হাজার হাজার শিশু শ্রমিক কাজ করছে। দেশে শ্রম আইন আছে। কিন্তু আইনের প্রয়োগ নাই। তাই দিনে দিনে শিশু শ্রমিকের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত মিল ফ্যাক্টরী গুলোতে ভ্রম্যমান আদালত পরিচালনা করা দরকার বলে মনে করেন এলাকাবাসি। তবে এ ব্যাপরে আলাপ কালে সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষ শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর কথা অস্বীকার করেন ।