আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ( ৬ নভেম্বর) ভোরে আড়াইহাজার থানা পুলিশ খবর পেয়ে হাইজাদী ইউনিয়নের ইলুমদী আমবাগ এলাকা থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, সে ডাকাতি করতে এসেছিলো। ডাকাত সন্দেহে গণপিটুনিতে সে নিহত হয়েছে। তার সাথে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ইলুমদী আমবাগ নামক এলাকায় সন্দেহভাজন ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে । ধারণা করা হচ্ছে ডাকাত দলের অন্য কোনো মিশন ছিল। হয়তো বিদেশ ফেরত কোনো প্রবাসীর গাড়ীর গতিরোধ করে ডাকাতির চিন্তাভাবনা ছিল। সেটি ব্যর্থ হওয়ায় মটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আড়াইহাজার থানার ডিউটি অফিসার সংবাদচর্চাকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।