আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-৩

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগেঞ্জর আড়াইহাজারে বৃহম্পতিবার সন্ধ্যায় মেঘালয় পরিবহণের একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩ জন  নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ এলাকার হায়দার আলীর ছেলে শহীদুল্যাহ (৫৫) ও স্থানীয় পাঁচরুখী পশ্চিমপাড়া এলাকার তোঁতা মিয়ার ছেলে নুরে আলম (৩০)। অপর এক জনের পরিচয় জানা যায় নি। আহত হয়েছেন অন্তত ১০ /১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে  ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয় নি। কোন মামলা হয় নি।

এছাড়া একটি সুত্রের মাধ্যমে জানা গেছে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ