আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, এমপির সহধর্মীণি ডাক্তার সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহাম্মদ নাশির উদ্দিন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকার, ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ভূঁইয়া, , যুগ্ম-সাধারণ সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিঞা মুহাম্মদ আলাউদ্দিন, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, থানা যুবলীগের সভাপতি ফরিদ পাশা ও সাবেক ভিপি আমির হোসেন প্রমুখ।