সংবাদচর্চা রিপোর্ট:
করোনা পরিস্থিতি ও আসন্ন রমজান উপলক্ষে জনসাধারণের পুষ্টি নিশ্চিত করণে আড়াইহাজারে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা পরিষদের সামনে এ ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজাহিদুর রহমান হেলো সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার, উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, এলইও এনএটিপি ডাঃ বিকাশ রায়, এলইও এলডিডিপি ডাঃ শ্রভ্র সরকার, বাংলাদেশ ডেনরী ফারমার্স এসোসিয়েশন আড়াইহাজার উপজেলা সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক হাজী আয়ুবুর রহমান প্রমুখ।