আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভুয়া ডিবি পুলিশসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে একজন ভুয়া ডিবি পুলিশসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাট্টা বড়বাড়ী এলাকার শাহজাহানের ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জের কাশিয়ানী থানার নোয়াপাড়া মোল্লাবাড়ী এলাকার রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা ওরফে সুজন (৩৪), ও তার স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আলমপুর উত্তরপাড়া এলাকার ওমর আলীর পুত্র শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকার দক্ষিণখান এলাকার আতাউর রহমান বকুলের স্ত্রী তামান্না আক্তার (২৯) । তাদেরকে চাঁদাবাজীর মামলা দিয়ে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানা পুলিশ সংবাদচর্চাকে এসব তথ্য নিশ্চিত করেন।