আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে ৬৫ বছরেরর এক বৃদ্ধাকে জোর করে চরে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর বুধবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকার এক বিধবা বৃদ্ধা (৬৫) সমিতির কিস্তির টাকার জন্য জোকারদিয়া উত্তরপাড়া তার নাতিনের বাড়িতে যায়। সেখান থেকে টাকা নিয়ে বাড়িতে আসার পথে পার্শ্ববতী মরদাসী গ্রামের সুবেদ আলীর ছেলে কুখ্যাত ডাকাত আরব আলী (৪৮) বৃদ্ধাকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক জোকারদিয়া চরে ভান্ডারীর বাড়ির পাশে নিয়ে বৃদ্ধাকে মারপিট করে আহত করে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে যায়। বৃদ্ধার ডাকচিৎকারে আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত ও মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে। বৃদ্ধার প্রচন্ড রক্তক্ষরন হলে পর দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বৃদ্ধার ছেলে এমদাদ বাদী হয়ে ডাকাত আরব আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় মামলা হওয়ার পর পুলিশ ধর্ষক আরব আলীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। ধর্ষক আরব আলী একজন ডাকাত বলেও ওসি জানান।