আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিস্ফোরণ, দগ্ধ ৪

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে একটি চায়ের দোকানের সেফটিক ট্যাংক বিস্ফোরণে দোকানদারসহ ৪ জন দগ্ধ হয়েছে।
রোববার সকাল ১১ টায় উপজেলার আড়াইহাজার পৌরসভা বাজারের ইসলামী ব্যাংকের গলিতে হরমুজ আলীর চায়ের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২), রমজানের ছেলে ইব্রাহীম ২৬।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার ষ্টেশনের ইনচার্জ মো শাহজাহান জানান, প্রথমে গ্যাসের মধ্যে কে বা কারা সিগারেট খেয়ে ফেলেছেন। আগেই সেফটিক ট্যাংকিতে কিছু গ্যাস জমা ছিল। পরে সেই গ্যাসের সাথে সিগারেটের সুপ্ত আগুনে বিস্ফোরণ হয়ে সেখানে আগুন লেগে যায়। আহতদের আশংকাজনকভাবে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।