আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিদ্যালয়ের ভবন উদ্বোধন

আড়াইহাজার উপজেলার মুকুন্দী গাজীপুরা ৮৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত (চারতলা) ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে নারায়ণগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব  নজরুল ইসলাম বাবু ভবনের উদ্বোধন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অহিজুদ্দীন মিয়ার সভাপতিত্বে ও আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ নাশির উদ্দিন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, সাবেক মেয়র হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন প্রমুখ। জানা গেছে  ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৭১ লাখ ৪৩ হাজার টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবু।

সর্বশেষ সংবাদ