আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪ জন

আড়াইহাজারে প্রতিপক্ষের

আড়াইহাজারে প্রতিপক্ষের

আড়াইহাজার প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিফাত বাহিনীর হামলায় এক নারীসহ ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় উপজেলার বালিয়াপাড়া আলম মিয়ার বাড়িতে।

ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে নিলুফার ইয়াছমিন জানান আবুল হোসেনের সাথে আলম পরিবারের একটি জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আর তারই জের ধরে আবুল হোসনের ছেলে রিফাত মিয়ার নেতৃত্রীতে আবু হোসেনের ছেলে আজহার (২০), রউসনের ছেলে লিমন, আঃ বারেকের ছেলে আবুল হোসেন, হোড়গাঁও এলাকার লিওয়ন ছাড়াও অজ্ঞাত ১৫/২০জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী

বাহিনী দীন মুজুর আলমের বাড়িতে মঙ্গলবার সকালে অর্তকিত হামলা চালিয়ে আলমের দুইটি টিনের ঘর কুপিয়ে ভাংচুর করে, এসময় বাধা দেয়ায় হামলাকারীরা আলমকে কুপিয়ে গুরুতর আহত করে ও তার স্ত্রী সিমা আক্তারের শীলতাহানির চেষ্টা করে। খবর পেয়ে আলমের চাচাত ভাই মোঃ বাবুল ও মিজান ছুটে আসলে তাদের ও পিটিয়ে আহত করে। এসময় সীমার ডাক চিৎকার শুনে আসপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আহত আলমকে আড়াইহাজর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আড়াই হাজার থাকায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আড়াই হাজার থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান এ ঘটনায় আলমের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরোদ্ধে আইনগত ব্যবস্তা নিব। #

স্পন্সরেড আর্টিকেলঃ