আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজার পুলিশ হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-আড়াইহাজারে  রুবেল নামের এক পুলিশ কনেস্টেবলকে কুপিয়ে হত্যা করার ঘটনায় আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বরিশালের একটি এলাকা থেকে ডিবি পুলিশ এদের গ্রেফতার  করতে সক্ষম হন। গ্রেফতারকৃতরা হলো পাভেল পিতা মৃত: আজগর আলী ও ইয়াছিন পিতা রেজাউল করিম। এদের বাড়ী কালাপাহাড়িয়া গ্রামে।

প্রসঙ্গত, ১ সেপেটম্বর এলাকার একটি গরুর হাটের ইজারার টাকার ভাগাভাগি নিয়ে ইউপি চেয়ারম্যান  সাইফুল ইসলাম স্বপন ও ইউপি সদস্য রুপ মিয়ার মধ্যে দ্বন্ধের জের ধরে রুপ মিয়ার ছেলে পুলিশ সদস্য রুবেলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে স্বপন বাহিনী । রুবেল ছুটিতে বাড়ীতে এসেছিলেন। তিনি ডিএমপির কাউন্টার টেররিজম এ কর্মরত ছিলেন।

এই ঘটনায় নিহতের বড় ভাই কামাল হোসেন বাদী হয়ে  স্থানীয়  চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে প্রধান আসামী করে ৩২ জনের নামে মামলা দায়ের করেছেন। অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ২০/২৫ জনকে। পুলিশ এর আগে মান্নান ও এবাদুল্লাহ নামে সন্দেহ ভাজন দু আসামীকে গ্রেফতার করে।

মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে। ডিবি অফিসার মাহমুদুর রহমান জানান, গ্রেফতারের বিষয়টি আমি শুনেছি। তবে তারা বরিশাল থেকে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জে এসে পৌঁছেনি।

সর্বশেষ সংবাদ