আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন আড়াইহাজার থানার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে রমজান। আড়াইহাজার বাজারে পিংকি মার্কেটের দ্বিতীয় তলায় ভাই ভাই কম্পিউটার নামে তার একটি দোকান রয়েছে।

সেই দোকান বসে পুলিশ ক্লিয়ারেন্সের প্রতারণা করে। থানা থেকে ১১ জনের পুলিশ ক্লিয়ারেন্স সে প্রতারণা করে নিয়ে আসে। পুলিশকে সে বলে বিদেশগামীরা তার মামা, চাচা, ভাই,খালা.. ।

প্রতিজনের কাছ থেকে সে ২০০০/৩০০০ টাকা করে নেয়। পুলিশ তাকে সন্দেহ করে। পরে পুলিশ তদন্তে নামে। গত ২৭ নভেম্বর সে একটি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন নিয়ে থানায় আসে। বলে আবেদনকারী তার চাচাতো ভাই । পুলিশ আবেদনকারীর মোবাইল নম্বর সংগ্রহ করে থানায় ডেকে নিয়ে আসে। আবেদনকারী জানায় রমজান তার চাচাতো ভাই না। তার নিকট হতে ২০০০ টাকা চুক্তি করে । আসামি প্রতারণার কথা স্বীকার করেছে। পুলিশ রমজানের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে। আসামিকে গ্রেফতারের পরে কোর্টে চালান করে দিয়েছে। আসামি বর্তমানে জেল হাজতে রয়েছে ।

স্পন্সরেড আর্টিকেলঃ