আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় সোমবার ১২টায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। থানা চত্ত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ আলফা-৩ (অপরাধ) আবদুল্যাহ আল-মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্কেল এসপি অঞ্চল ‘গ’ আনিচ। বক্তব্য রাখেন আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি শ্রী হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক হাছান আলী, থানা যুবলীগের সাবেক সভাপতি ফরিদপাশা ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে মোটরবাইক চুরি, মাদক নির্মূল ও শিশু পতিতাবৃত্তি।
এসময় আবদুল্যাহ আল-মামুন বলেন, মাদক নির্মূল করতে হলে প্রথমেই মাদক সেবীর সংখ্যা কমিয়ে আনতে হবে। দিন দিন সমাজে মাদক সেবীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এখন উচ্চভিত্তের ছেলে থেকে মেয়েরা মাদকের দিকে ঝুঁকছেন। তাদের দিকে আমাদের নজড় দিতে হবে। তিনি বলেন, যে কোন একটি জিনিসের চাহিদা থাকলে পরে তার জোগান বেড়ে যায়। আগে মাদকের চাহিদা কমাতে হবে। এর জন্য আমাদের পরিবার ও বন্ধুবান্ধবের দিকে লক্ষ্য রাখতে হবে। মাদক দ্রব্যের খারাপ দিক সম্পর্কে তাদের বুঝাতে হবে।
জেলা পুলিশের এসপি আরও বলেন, মোটরবাইক চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমাতে হলে পৌরসভা বাজার এলাকায় গুরুত্ত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। তাতে অপরাধ অনেকাংশেই কমে আসবে বলে আমার বিশ্বাস। সম্প্রতি থানার দুই কর্মকতার মোটরবাইক চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করা হয়েছে।তাদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই বাইকচুরি রোধ করতে কার্যকর একটি ফল পাওয়া যাবে।