আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শাবনুরের ঝুলন্ত লাশ উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে শাবনুর (২২) নামে এক গার্মেন্টস্ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা মাঝপাড়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত শাবনুর ওই গ্রামের মৃত আঃ মোতালেবে হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই নাসির জানান, শুক্রবার শয়নকক্ষ থেকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাবনুরের লাশটি উদ্ধার করা হয়।

ধারনা করা হচ্ছে পরিবারের সাতে মতবিরোধ ও মানসিক সমস্য থেকে শাবনুর আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারন জানা যাবে।