আড়াইহাজার প্রতিনিধি:- আড়াইহাজারে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষক হাবিবুর রহমান(৩০) কে গ্রেফতার করেছে।
পুলিশ ও ধর্ষিতার অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ব্রাহ্মমনদী ইউনিয়নের শিলমান্দী গ্রামের মশারী মিলের শ্রমিক হোসেন আলীর স্ত্রী (২৫)কে একই এলাকার সুরুজ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। সে বিভিন্ন সময় গৃহবধূকে অবৈধ মেলামেশার প্রস্তাব দেয়।
১৪ অক্টোবর শনিবার রাতে হাবিবুর রহমান হাবু বাড়িতে একা পেয়ে কৌশলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে তার শিশু কন্যাকে হত্যার ভয় দেখিাইয়ে তাকে ধর্ষণ করে। ঐ সময় গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন এসে ধর্ষক হাবিবুর রহমান হাবুকে আটক করে। রোববার রাতে এ নিয়ে এলাকায় শালিস বসে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। সোমবার ধর্ষিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণের মামলা করলে পুলিশ ধর্ষক হাবিবুর রহমান হাবুকে গ্রেফতার করে।
তবে স্থানীয় একটি মহল থানায় ধর্ষক হাবিবুর রহমান হাবুর সাথে ধর্ষিতা গৃহবধূর বিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়।
আড়াইহাজার থানার ওসি এম,এ হক ধর্ষনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষকের বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে।