আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রীসহ অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে বাঘানগর এলাকার সাদ্দামের গরু ছুটে গিয়ে প্রতিবেশি ইউনুসের বাড়িতে রাখা গরুর ঘাস খেয়ে ফেলে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশিয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আড়াইহাজার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুন্নী আক্তার (১৬), মানসুরা (২৬), শাহনাজ পারভীন, মিনা আক্তার, শরাফত আলী ও মোমেনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাদ্দাম হোসেন জানান, তার গরু ছুটে গিয়ে ঘাস খেয়ে ফেলায় ইউনুসের লোকজন তার পরিবারের সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে। আর এ দৃশ্য দেখে তার বৃদ্ধা দাদী মোমেলা আক্তার (৮০) অজ্ঞান হয়ে পড়ে এবং রাতেই তিনি মারা যান।

ইউনুসের ভাতিজা মোমেন জানান, সাদ্দামের গরু তার ফুফা ইউনুসের বাড়ির গিয়ে গরুর ঘাস খেয়ে ফেলে। বিষয়টি সাদ্দামকে জিজ্ঞাসা করায় ইউনুসকে সাদ্দাম পেটাতে থাকে। আমরা এগিয়ে আসলে সাদ্দামের লোকজন আমাদের উপরও চড়াও হয়।

আড়াইহাজার হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ কামাল জানান, বুধবার সন্ধ্যায় ভর্তি হওয়ার পর রাত আটটার দিকে উভয় পক্ষের লোকজন ফের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের কর্মকর্তার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, এ ব্যাপারে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।