আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। জানা গেছে আহতদের কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন রুহুল আমিন, তার ভাই নুরুল আমিন ও আল-আমিন, ভাইয়ের স্ত্রী সীমা আক্তার ও মা রুপজান বেগম এবং অপর পক্ষের বেশ কয়েক জন রয়েছে তাদের নাম জানা যায় নি। সোমবার স্থানীয় জোকারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন জানান, র্দীঘদিন ধরে স্থানীয় জোকারদিয়া মৌজায় ১৯০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী জাকিরের সাথে বিরোধ চলে আসছিল। তারা পৈত্রিক জমি থেকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে। বাড়ির সীমানায় একটি গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।