নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা বাজারে বৃহস্পতিবার বিকালে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট । ক্রেতাদের কাছ থেকে চালের মূল্য বেশী রাখায় মা রাইজ এজেন্সির মালিক জহিরুল হককে ২০ হাজার, মদিনার মালিক আবু সাঈদকে ২০ হাজার এবং এআর রহমান রাইজ এজেন্সির মালিক আব্দুর রউফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, একমাস আগের কেনা চাল অসাধু কিছু ব্যবসায়ী সুযোগ নিয়ে বস্তা প্রতি ২০০ থেকে ৩০০টাকা করে বেশী নিয়ে বিক্রি করছিল। এক ভুক্তার কাছ থেকে ৫০ কেজির একবস্তা চাল ১,৭২০ টাকার স্থলে ১,৯৫০ টাকা বিক্রি করা হয়েছিল। তিনি আরো বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।