আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে তিন ডাকাত গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো: মনির, মো: লিটন, মো: মনির হোসেন। আসামিদের রবিবার ( ১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে। আড়াইহাজার থানার পুলিশ কর্মকর্তা সজিব সংবাদচর্চাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনির হোসেনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। লিটন, মনির হোসেনকে আড়াইহাজার থানার সত্যবান্দী এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিরা ডাকাতির অভিযোগ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।