নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে দুলাল রায় (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
তবে পুলিশ, ডিবি ও র্যাবের যৌথ অভিযানে অপহরণের সাত ঘণ্টা পর শুক্রবার দিবাগত রাত ৩টায় রূপগঞ্জের তারাব এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
অপহৃত দুলাল রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আড়াইহাজার শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শালমদী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীনিবাসদী এলাকায় পৌঁছালে তাকে একটি কালো মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা।
এরপর অপহরণকারীরা দুলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রী প্রতিমার কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয় যে টাকা না পেলে তাকে হত্যা করা হবে।
বিষয়টি জানানো হলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সোহেল রানা ও সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়।
অপহরণকারীরা অভিযান সম্পর্কে টের পেয়ে তাকে রাত ৩টার দিকে রূপগঞ্জের তারাব এলাকায় রাস্তায় ফেলে রেখে চলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

