আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির-২, আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম-এর উদ্যোগে দ্রুত বিদ্যুৎ সংযোগ পেলেন এক প্রতিবন্ধি।
আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, সিংহদীর কান্দাপাড়া গ্রামের অসহায় শারীরিক প্রতিবন্ধি দ্বীন ইসলাম রবিবার সকালে আড়াইহাজার বিদ্যুতের অফিসে আসেন। শারীরিক প্রতিবন্ধি হওয়ায় গ্রাহক দ্বিতীয় তলায় উঠতে পারছিল না। এ খবর পেয়ে ডিজিএম নিজেই তার চেয়ার ছেড়ে ছুঁটে যান শারীরিক প্রতিবনিন্ধ দ্বীন ইসলামের কাছে।
তার কাছ থেকে বিদ্যুতের সংযোগের বিষয়টি তিনি অবহিত হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি মানবিক বিবেচনা করে ডিজিএম নিজেই সংযোগ সংক্রান্ত বিভিন্ন খরচে পরিশোধ করে দেন। এমনকি কর্মচারিদের নিয়ে তিনি নিজেই দ্বীন ইসলামের বাড়িতে ছুঁটে যান।
দাঁড়িয়ে থেকে তার ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দেন। আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম জানান, আড়াইহাজার উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শতভাগ বিদ্যুৎ সংযোগের কাজ শেষ পর্যায়ে। কোন প্রতিবন্ধি,অটিজম ও অসহায় পরিবার যদি টাকার অভাবে বিদ্যুত নিতে না পারেন তাহলে পল্লী বিদ্যুতের সহযোগীতায় তাদের বিদ্যুত সংযোগ দেওয়া হবে এবং হচ্ছে।