আড়াইহাজার থানার পৃথক দুইটি ডাকাতি মামলায় ৬ জনকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালত ওই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন,আড়াইহাজার থানার মো. সৌরভ (২৫), মো. জামান (৩০), মো. এনামুল (২৮), আনারুল (৩২), শফিকুল ওরফে সইপ্পা (২১) ও ইমন মিয়া (১৯)।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বলেন,পৃথক দুইটি ডাকাতি মামলায় ৬ জনকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত,২৭ ও ২৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের ছুরি, লোহার রড, চাপাতি, রামদা, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। তারা তিলচন্দ্রী গ্রামের কিছু ডাকাত সদস্যদের নিয়ে বৃহৎ ডাকাতের গ্যাং গ্রুপ তৈরি করেছে। তারা দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাকি দিয়ে আড়াইহাজার হইতে নৈকাহন-তিলচন্দ্রী পাকা রাস্তায় রাতের অন্ধকারে গাছ কিটি রাস্তা অবরোধ করে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে থাকে।