সংবাদচর্চা ডটকম:
আড়াইহাজারে এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বৃহম্পতিবার গভীর রাতে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছগীর মিয়ার বাড়িতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত হানা দেয়। বাড়ির কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালাঙ্কার, ৮০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আড়াইহাজার থানার অফিসার আরিফ বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।