আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জামদানি কারিগর হত্যা, স্ত্রীর মামলা

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইলুমদী কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে। তিনি পেশায় জামদানি শাড়ী তৈরির কারিগর বলে জানা গেছে।

গতকাল বৃহম্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ইলুমদী মদিনাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে। এর আগে বুধবার দিবাগত রাত ৮টার দিকে তিনি একই এলাকার জাইদুলের চায়ের দোকানে চা খাওয়ার পর তাকে পাওয়া যাচ্ছিল না বলে মৃতের পরিবারের লোকজনের দাবি ছিল। মৃতের মেয়ে মারুফা জানান, তার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না। তিনি সহজ সরল ব্যক্তি ছিলেন।

পেশায় জামদানি কারিগর ছিলেন। তিনি আরও বলেন, তবে পাশেরই এক নারীর সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে ছিলেন বলে তাকে সন্দেহ করা হতো। এনিয়ে আমার মা নাজমা বেগম বেশ কয়েকবার বাবাকে বকাঝকাও করেন। মৃতের ৩ মেয়ে ২ ছেলে রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। আশা করছি মৃত্যুর কারণ দ্রুত সময়ের মধ্যেই বের করা সম্ভব হবে।