আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ইউএনও সোহাগ হোসেনের নেতৃত্বে রোববার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মাজহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহাম্মদ নাসিরউদ্দিন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম মল্লিক, জেলা কৃষকলীগের সহসভাপতি সিরাজুল ইমলাম মোল্লা ও সাবেক ভিপি আমির হোসেন প্রমুখ।