আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জাতীয় যুব দিবসে আলোচনা

সংবাদচর্চা রিপোর্ট:

দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভা শেষে যুবদেরকে অনুদান, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। আড়াইহাজার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় যুবদের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান।

সর্বশেষ সংবাদ