আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জরিমানা

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজারে গতকাল শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মার্কেটের ভিতরে বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নর্মিূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারার অপরাধ ও ২৪(২) ধারায় ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭,৫০০ অর্থদন্ড প্রদান করা হয়। বিপণী বিতানে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশেনা মেনে ব্যবসা পরিচালনা করা হচ্ছে কিনা তা মনিটরিং করেন উপজলো নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রটে সোহাগ হোসেন। আড়াইহাজার থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মার্কেটের ভিতরে বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭,৫০০ অর্থদন্ড প্রদান করা হয়।
শাহ্জালাল মার্কেটসহ বিভিন্ন মার্কেটের দোকান মালিকদের স্বাস্থ্যবিধি মেনে বিকাল ৪ টা পর্যন্ত ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করেন। ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করলে মোবাইল কোর্ট পরিচালনা সহ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হবে। ম্যাজিস্ট্রট সোহাগ হোসন বলেন, বাজারের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাতের প্রায় শতাধিক অস্থায়ী দোকান উচ্ছদে করা হয়।
তিনি আরও বলেন, বাজারে প্রতিদিন ৮ জন আনসার সদস্য যানজট নিরসনে কাজ করবেন।

স্পন্সরেড আর্টিকেলঃ