আজ শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জঙ্গিবাদ প্রতিরোধে সেমিনার

আড়াইহাজারে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন।

সেমিনারে আড়াইহাজার উপজেলার পৌরসভা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কাজী ,ইমাম, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। মাদক যুব সমাজকে ধ্বংস করছে। বাংলাদেশে জঙ্গি নেই। তবে মাঝে মাঝে মাথাচারা দিয়ে উঠতে চায়। সকল সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেমিনারের আয়োজন করে আড়াইহাজার উপজেলা প্রশাসন।

সর্বশেষ সংবাদ