আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গুরুতর জখম

 

আড়াইহাজার  সংবাদদাতা:- আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে চাচাতো ভাই রাসেলের ছুরিকাঘাতে অপর চাচাতো ভাই স্বপন (১৭) গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। গুরুতর আহত অবস্থায় স্বপন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছে।

জানা গেছে, ওই সময় সৈয়দ হোসেন বন্দুর ছেলে স্বপন তাদের এজমালী একটি নারিকেল গাছ থেকে ২টি নারিকেল পেরে নেয়। এ জন্য তার চাচা শাহাদাত হোসেন বাবলুর ছেলে রাসেল (২৮) উপর্যুপরি ছুরিকাঘাত করে তার দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।