আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের টাকা না দেয়ায় খাদিজা নামে এক গহবধূকে কীটনাশক জাতীয় পদার্থ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সে স্থানীয় হাইজাদী ইউপি’র নারান্দী এলাকার মাহফুজের স্ত্রী এবং এক সন্তানের জননী। খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আফাজউদ্দিন বাদী হয়ে ওই রাতেই একটি হত্যা মামলা করেছেন। তবে ঘটনার পর মাহফুজ পালিয়ে গেছে। সে নারান্দী এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৩ বছর আগে স্থানীয় নারান্দী এলাকার জাকিরের ছেলে মাহফুজের সঙ্গে বিশ্বনন্দী ইউপি’র চৈতনকান্দা এলাকার আফাজউদ্দিনের মেয়ে খাদিজার বিয়ে হয়। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনে ৩ বছরের এক সন্তান রয়েছে।