আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কুকুরের কামড়ে আহত ১০

আড়াইহাজারে কুকুরের

আড়াইহাজারে কুকুরের কামড়ে আহত ১০আড়াইহাজারে কুকুরের

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:-
আড়াইহাজারের কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার জালাকান্দি ও রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মারফত আলী (৭০), সোহেব (৮), রিয়াদ (৪), জিহাদ (৭) মঞ্জু (৩০), মোশারফ (৯), মারুফ (৯), নাজমুল (১০), জাকারিয়া (১২) ও সুমন (৫)। এদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মারফত আলীর ছেলে জালাল জানান, সম্প্রতি স্থানীয় রামচন্দ্রী কোনাপাড়া এলাকার ছালামের ছেলে মোতালিব নামে এক ব্যাক্তি মারা যায় মালয়েশিয়া প্রবাসে থাকা অবস্থায় মারা যান। তার লাশ দেশে আসলে সোমবার দুপুরে দাফনের জন্য জালাকান্দি গোরস্থানে নিয়ে যাওয়া হয়। লাশ দাফন করে ফেরার পথে বেশ কয়েকটি পাগলা কুকুর লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং উপর্যুপরি কামড়ে ১০ জন কে আহত করে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিব ইসমাইল ভুইয়া, বলেন, আহত সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।