আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কলেজ ছাত্র নিখোঁজ

আড়াইহাজারে কলেজ ছাত্র নিখোঁজ

আড়াইহাজারে কলেজ ছাত্র নিখোঁজ

সংবাদচর্চা ডটকম:

রবিবার আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে  সেলিম (১৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

উপজেলার ফতেপুর ইউনিয়নের ব্রাক্ষণপাড়ার জালালের ছেলে এবং আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবরি দলের দুটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান চলছে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার লিয়াকত ঘটনাস্থল থেকে জানান, বেলতলীর বাৎসরিক ওরশ থেকে ফেরার সময় বেলা ১১টার দিকে মেঘনা নদীর বিশ্বনন্দী ফেরিঘাট এলাকায় সেলিম তাদের বহনকারী ট্রলার থেকে ছঁটকে পড়ে যান।