সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন এর নেতৃত্বে দিনব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
৫ এপ্রিল রোববার সকালে কদমিরচর এলাকা থেকে এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়ে খালিয়াচর গিয়ে শেষ হয়। করোনা ভাইরাসের মহামারী সংক্রমণ রোধে ইউনিয়ন বাসীকে আরো সচেতন করতে এ কার্যক্রম পরিচালনা করা হয় ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন বেশ কয়েকটি স্থানে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য রাখেন এবং এ থেকে মুক্ত থাকতে করণীয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।
তিনি বলেন, করোনা ভাইরাস ইতোমধ্যে বিশ্বব্যাপী ভয়ংকর মহামারী আকার ধারন করেছে। তাই আমাদের আরো সচেতন হতে হবে। নিজে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে ঘরে অবস্থান করুন। আপনি ভালো থাকলেই দেশ ভালো থাকবে।
তিনি আরো বলেন, কোথাও কোনোরকম জনসমাগম করা যাবে না। পুলিশ প্রশাসনকে আরো কঠোরভাবে অত্যন্ত সতর্কতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এএসআই আমিনুল ইসলাম, ও এএসআই মোজাম্মেল হক প্রমুখ।

