আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ফুল দিয়ে শ্রদ্ধাজানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ পুলিশ আড়াইহাজার থানা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারী সফর আলী কলেজ, আড়াইহাজার পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উপজেলা প্রানী সম্পদ দপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা মৎস্য অফিস, নির্বাচন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস, প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।
পরে উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন। প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াজ উদ্দিন কাজী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী। উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জিকরুর রহমান, মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,থানার ওসি মোঃ নজরুল ইসলাম, আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সমবায় কর্মকর্তা নাহিদা সুলতানা শিমুল, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।