আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এস.এস.সি ৯৩ ব্যাচের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার এস.এস.সি (৯৩) ব্যাচের মিলন মেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাঞ্চারামপুরের স্বপ্নদীপে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল স্কুলের ৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ নাজমুল হাসান , অনুষ্ঠানের আহব্বায়ক আকলিমা আক্তার (শানু) ,সদস্য সচিব ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান। দিনব্যাপী ক্রিড়া, মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন মনিরুজ্জামান (মনির), শাহজাহান কবির,আলী হোসেন,কাওসার,আতাউর রহমান, আতিকুল্লাহ, মাহাবুব,শাহেন শাহ, তাপস কর্মকার, উত্তম চন্দ্র চন্দন, মোশারফ, নুরে আলম ভুইয়া ,ফরিদ , শাহ-আলম, গোলজার,সাহিদা পারুল, মারিয়া সুলতানা লিপি ,কাজী ফয়জুন্নাহার।