আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এক রাতে ৪ বাড়ীতে ডাকাতি

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই রাতে ৪ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনা গুলো ঘটেছে রোববার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া, ভাটি বালিয়াপাড়া, ও মনোহরদী (ঋষের চর) ও ভাটি গোপিন্দি গ্রামে। এর মধ্যে ডাকাত দল ৩ টি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটায় এবং একটি বাড়ীতে হানা দিলেও লোকজনের প্রতিরোধের মুখে ডাকাতি করতে ব্যার্থ হয়।
আক্রান্তদের সুত্রে জানা যায়, ওই রাতে প্রায় ১টার দিকে ভাটি বালিয়াপাড়া গ্রামের গ্রেÑ কাপড়ের ব্যবসায়ি আনোয়ার আলীর ঘরের দরজা কৌশলে খুলে মুখোশ পরিহিত স্বশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা পরিবারের লোকজনদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণের বিভিন্ন প্রকার অলংকার ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। পর পরই ডাকাত দল হানা দেয় বালিয়াপাড়া গ্রামের মৃত আলী হোসেনের স্ত্রী মিনারা বেগমের ঘরে। ওই ঘর থেকে লুটে নেয় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা। তৃতীয় দফায় ডাকাত দল হানা দেয় মনোহরদী ঋষেরচর গ্রামের কবিরের বাড়ীর ভাড়াটিয়া সাইফুলের ঘরে। এ ঘর থেকে লুটে নেয় ২ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা। পরে ডাকাত দল ভাটি গোপিন্দি গ্রামের ফেরদৌসের বাড়ীতে হানা দিলে এলাকাবাসি জড়ো হয়ে ডাকত দলকে তাড়া করে। সেখানে ডাকাতি করতে ব্যার্থ হয়ে ডাকাত দল এলাকাবসির প্রতিরোধের মুখে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক ( এস আই) মজিবুর রহমান ও ব্রাহ্মন্দী ইউপির চেয়ারম্যান মোঃ লাক মিয়া ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।