আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে একই পরিবারের ছয় জন গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো স্থানীয় মাহমুদপুর ইউপির কল্যান্দী এলাকার কফিল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন, তার স্ত্রী সুফিয়া, ছেলে মনির, তার পুত্রবধূ আনোয়ারা বেগম, তার চাচাতো ভাই একই এলাকার কবিরের ছেলে রিয়াদ ও রিয়াদের স্ত্রী মানসুরা বেগম। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার এসআই শামীম হোসেন জানান, আড়াইহাজার থানায় করা একটি সাধারণ ডাইয়েরির পজিকেশন (ননএফআইআর) নারায়ণগঞ্জের আদাল থেকে সম্প্রতি তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকার পর তাদের গ্রেপ্তার করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ