নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌরসভা আওয়ামী লীগের এক নেতার ছেলেকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী-মদনগঞ্জ পুরাতন রেলওয়ে সড়কে উপজেলার আলিফ লাম ফিলিং স্টেশন এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন মোল্লা পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মুন্সী জানান, জয়নাল আবেদীন আড়াইহাজার উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন এই এলাকায় ইয়াবা, ফেনসিডিল, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছেন।
তিনি জানান, বৃহস্পতিবার মধ্য রাতে মাদক ব্যবসায়ী জয়নাল উপজেলার মারুয়াদী আলিফ লাম ফিলিং স্টেশন এলাকায় একটি ইয়াবার চালান লেনদেন করবেন। ডিবি পুলিশের একটি বিশেষ টিম এদিন দিবাগত রাত দেড়টায় ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।